বিমান প্রতিমন্ত্রীকে ধরাশায়ী করে বিজয়ী ব্যারিস্টার সুমন

Passenger Voice    |    ০২:৩৪ পিএম, ২০২৪-০১-০৮


বিমান প্রতিমন্ত্রীকে ধরাশায়ী করে বিজয়ী ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়ী হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ১ লাখ ৫১ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে সায়েদুল হক জয়ী হয়েছেন।

ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই। এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ। 

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন- আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

প্যা/ভ/ম